বরিশাল নিউজ
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪, ০৮:৩০ পিএম

বরিশাল জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে নগরীর ডিসি ঘাট থেকে কীর্তনখোলা নদীতে মা ইলিশ সম্পদ রক্ষায় প্রজননক্ষম ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪ উপলক্ষ্যে যৌথ অভিযান অনুষ্ঠিত হয়।
ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাক্সফোর্স কমিটির সভাপতি ও জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন এর নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার বরিশাল মোহাম্মদ বেলায়েত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল লুসিকান্ত হাজং, জেলা মৎস্য কর্মকর্তা বরিশাল রিপন কান্তিসহ আরও অনেকে। অতিথিরা র্যাব-৮, নৌবাহিনী, কোস্টগার্ড এবং নৌ-পুলিশের সমন্বয়ে কীর্তনখোলা নদীতে অভিযান পরিচালনা করেন।
অভিযান চলবে ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন। এ সময়ে ইলিশ সম্পদ উন্নয়নে ইলিশ মাছ ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহন ও সংরক্ষণ নিষিদ্ধ করেছে সরকার।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন