Advertise top
বাংলাদেশ

রাজনৈতিক দলগুলোর সঙ্গে শনিবার থেকে সংলাপ

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ০৭:৫০ পিএম    

রাজনৈতিক দলগুলোর সঙ্গে শনিবার থেকে সংলাপ
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের প্রেস ব্রিফিং

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ দেশের আইন ও শৃঙ্খলা পরিস্থিতি এবং রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে গঠিত ছয়টি কমিশনের কাজ নিয়ে শনিবার, ৪ অক্টোবর থেকে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবে। 

 

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ  ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংকালে বলেন, উপদেষ্টা পরিষদ রাজনৈতিক দলগুলোকে কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করবে। এছাড়াও তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজনৈতিক নেতাদের সাথে মতবিনিময় করবেন এবং তাদের পরামর্শ নেবেন।

 

তিনি আশা প্রকাশ করে বলেন, দুই-তিন দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিশন গঠন করা হবে যাতে তারা পুরোদমে কাজ শুরু করতে পারে।

 

এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, কমিশনের প্রধানরা ইতিমধ্যে তাদের কাজ শুরু করেছেন এবং কমিশনগুলির কার্যপরিধি (টিওআর) ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কমিশনগুলোর জন্য অফিসের জায়গা খুঁজছে। সংস্কার কমিশনগুলো ৩১ ডিসেম্বরের মধ্যে তাদের নিজ নিজ রিপোর্ট জমা দেবে এবং তারপর উপদেষ্টা পরিষদ আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: বাসস


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal