বরিশাল নিউজ
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৩ পিএম
বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের দখলদারিত্বের প্রতিবাদে আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিল শেষে কলেজের জিরো পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
সমাবেশ বক্তব্য রাখেন কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সাব্বির আহমেদ, কামরুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ মহসিন, সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী এস এম হাসান রাজু, লাবণ্য রহমান, বাংলা বিভাগের শিক্ষার্থী শাহাদাত হোসেন, আকবর মমিন ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোঃ সাহেদ।
তারা বলেন, ‘স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের দোসররা ক্যাম্পাসে প্রকাশ্যে অবস্থান নিচ্ছেন। তাদেরকে প্রতিহত করার জন্যই এই আন্দোলন।’
শিক্ষার্থীরা আরো বলেন, একটি পক্ষ ক্যাম্পাসে দখল ও সামপ্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করছে তাদেরকে প্রতিহত করার জন্য শিক্ষার্থীরা প্রস্তুত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন