বরিশাল নিউজ
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৯ পিএম
কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন না থাকায় সন্ত্রাস ও হল দখলদারিত্ব বাড়ছে বলে অভিযোগ তুলেছেন
নগরীর কীর্তনখোলা মিলনায়তনে শনিবার, ২ সেপ্টেম্বর কমিটির পরিচিতি সভায় এ অভিযোগ করেন তাঁরা।
সভায় সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার কাউন্সিল প্রস্তুতি কমিটির আহবায়ক বিজন সিকদার।
বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড নিখিল দাস, সরকারি ব্রজমোহন কলেজের প্রাণীবিদ্যা বিভাগের সাবেক অধ্যাপক আ ন ম আব্দুল হাই, বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার কাউন্সিল প্রস্তুতি কমিটি সদস্য সচিব সুজন আহমেদ, সরকারি ব্রজমোহন কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
সভায় আলোচকরা বলেন, আজকে কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন নাই। ফলে ছাত্রলীগের একচেটিয়া সন্ত্রাস ও হল দখলদারিত্বের ঘটনাগুলো প্রকট আকার ধারণ করেছে। আবাসিক হলে র্যাগিং ও মানসিক নির্যাতনের ঘটনা নিত্যদিনের খবর হয়ে দাঁড়িয়েছে। কোনো ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার না হওয়ায় এগুলি বেড়েই চলেছে । কেঁড়ে নেয়া হয়েছে শিক্ষার্থীসহ সকল শ্রেণিপেশার মানুষের মত প্রকাশের স্বাধীনতা।
আলোচকরা বলেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এই শিক্ষা উপর এসকল আক্রমণ, শাসকশ্রেণির শিক্ষা সংকোচনের পরিকল্পনার বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম পরিচালনা করছে। আগামীতেও নবনির্বাচিত নেতৃবৃন্দ এই নবীন শিক্ষার্থীদের নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলবে এবং বর্তমান অপশাসন-দুঃশাসনের বিরুদ্ধে শিক্ষার গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করবে।
আলোচনা সভার শুরুতে একটি মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
১৩ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর শাখা কমিটিতে রয়েছেন যারা:
সভাপতি: বিজন সিকদার
সহ-সভাপতি: হাফিজুর রহমান রাকিব
সাধারণ সম্পাদক: সুজন আহমেদ
সাংগঠনিক সম্পাদক: সাইফুল ইসলাম
দপ্তর সম্পাদক: লামিয়া সাইমন
অর্থ বিষয়ক সম্পাদক: ফারজানা আক্তার
প্রচার প্রকাশনা বিষয়ক সম্পাদক: লিয়া মনি
পাঠাগার সম্পাদক: মির্জা মৌরিন জুঁই
স্কুল বিষয়ক সম্পাদক: মিনহাজুল ইসলাম ফারহান
সদস্য: হৃদয় কুমার বিশ্বজিৎ, জয়া হালদার,রেজওয়ান হোসেন সিয়াম, মৃদুলা মজুমদার।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন