Advertise top
বরিশাল

আগৈলঝাড়ায় নিহত ২

বরিশাল নিউজ

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩০ পিএম       

আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রতীকী ছবি। ফাইল ফটো

বরিশালের পয়সারহাট-আগৈলঝাড়া আঞ্চলিক সড়কের রথবাড়ি এলাকায় পন্যবাহী ট্রাকের সাথে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।  বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন ইজিবাইকের যাত্রী বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামের সেকেল উদ্দিনের ছেলে নূর হোসেন কাজী এবং ট্রাক চালক গৌরনদীর বাসিন্দা হেলাল শরীফ।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক ও ট্রাক উল্টে পাশ্ববর্তী খালে পরে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন যাত্রী নূর হোসেন কাজী । আর ট্রাক চালক হেলাল শরীফ হাসপাতালে নেয়ার পথে মারা যান।

 

আগৈলঝাড়া থানার ডিউটি অফিসার এএসআই অনুপম বিশ্বাস জানান, পুলিশ ও গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত ট্রাক ও ইজিবাইক উদ্ধার করেছে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal