বরিশাল নিউজ
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৭ পিএম
মায়ের বুকের দুধ শ্বাসনালিতে আটকে ১৮ দিন বয়সী শিশু কন্যার মৃত্যু হয়েছে। শিশুটির নাম মুগ্ধ। সে উজিরপুর উপজেলার জল্লা গ্রামের রকিবুল ইসলামের কন্যা।
উজিরপুর উপজেলার জল্লা গ্রামে রবিবার,৮ সেপ্টেম্বর সকালে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের বরাত দিয়ে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শিশির কুমার গাইন বলেন, সকালে শিশু কন্যাকে তার মা বুকের দুধ খাইয়ে বিছানায় শুইয়ে দেন।
কিছুক্ষণ পরে এসে দেখতে পান শিশুর নাক থেকে দুধ বের হয়ে আছে। এ সময় শিশুটির নড়াচড়া বন্ধ হয়ে ছিল। তখন তাকে স্থানীয় পল্লী চিকিৎসকের পরামর্শে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তখন ডাক্তার শিশুকে মৃত ঘোষণা করেন।
ডা.শিশির বলেন, শিশুকে দুধ খাওয়ানোর পর কখনো কখনো বমি হয়। এটা মুখ কিংবা নাক দিয়ে বের হয়। তাই দুধ খাওয়ানোর পর অন্তত ১০ মিনিট শিশুকে কোলে রাখা উচিত। এতে এ ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন