বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০০ পিএম
সরকারি সব কর্মচারীকে সম্পদের বিবরণী জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান রবিবার এ নির্দেশনা দিয়েছেন।
মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, সব সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেছিলেন, ‘সরকারি কর্মচারীদের নিয়মিত তাদের সম্পদের বিবরণী জমা দিতে হবে।’
তিনি আরও বলেছিলেন, ‘আমাদের উপদেষ্টারা যত তাড়াতাড়ি সম্ভব তাদের সম্পদের বিবরণ প্রকাশ করবেন। সব সরকারি চাকরিজীবীদের জন্য নিয়মিত সম্পদ প্রকাশ বাধ্যতামূলক করা হবে।’
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন