বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ১২ আগষ্ট ২০২৪, ১১:৩৩ পিএম

গোপালগঞ্জে সব থানার পুলিশ কাজে যোগ দিয়েছে। ১২ আগস্ট আনুষ্ঠানিকভাবে তারা কাজ শুরু করেছেন। এতে স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া সড়কে দায়িত্ব পালন করছে ট্রাফিক পুলিশ। এতে সড়কের শৃংখলাও ফিরে এসেছে।
গোপালগঞ্জের পুলিশ সুপার আল-বেলী অফিফা জানান, জেলার ৫ উপজেলার ৫টি থানা ও ৭ টি পুলিশ ফাঁড়ির কর্মকর্তা, কনস্টেবল ও ট্রাফিক বিভাগে কর্মর্তরা কাজ শুরু করেছেন।
কোটালীপাড়া থানার ওসি মো. ফিরোজ আলম জানান, আমার থানায় কাজে যোগ দেওয়া কর্মকর্তা ও কনস্টেবলদের আমি স্বাগত জানিয়েছি। এদিকে কার্যক্রম শুরু করায় কোটালীপাড়া থানা পুলিশকে উপজেলা বিএনপি এবং সহযোগি ও অংগ সংগঠনের পক্ষ থেকে ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।
সূত্র: বাসস
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন