Advertise top
বাংলাদেশ

ছাত্র আন্দোলনে পুলিশ হত্যার বিচার না হওয়া পর্যন্ত কর্মবিরতি ঘোষণা

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ০৭ আগষ্ট ২০২৪, ১০:০০ পিএম    

ছাত্র আন্দোলনে পুলিশ হত্যার বিচার না হওয়া পর্যন্ত কর্মবিরতি ঘোষণা
মাদারীপুর পুলিশ লাইনসের সামনে বিক্ষোভ। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ হত্যার বিচার না হওয়া পর্যন্ত কর্মবিরতি ঘোষণা করেছে পুলিশ । মাদারীপুর পুলিশ লাইনসের সামনে বুধবার,৭ আগস্ট দুপুরে বিক্ষোভ করেন পুলিশ সদস্যরা। মাদারীপুর পুলিশ লাইনসে কর্মরত সদস্যরা এজন্য ১১ দফা দাবি জানান।

 

তাদের বক্তব্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তাদের ভাই-বোন, আত্মীয়-স্বজন অংশ নিয়েছে। তাই পুলিশ সদস্যরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে।

 

তারা আর কোনো দলের হয়ে কাজ করবেন না। পুলিশ জনগণের বন্ধু হয়ে কাজ করতে চায়। পুলিশ জনগণের শত্রু না, বন্ধু। এ সময় তারা নানা স্লোগান দেয়।

 

পুলিশ সদস্যদের দাবি, ছাত্র আন্দোলনে যেসব পুলিশকে সদস্য হত্যা করা হয়েছে, হত্যার বিচার না হওয়া পর্যন্ত পুলিশের কর্মবিরতি ঘোষণা। পুলিশ কোনো দলের হয়ে কাজ করবে না; নিরপেক্ষ ভূমিকা পালন করে জনগণের সেবা করবে। পুলিশ আট ঘণ্টার বেশি ডিউটি করবে না। পুলিশের পদোন্নতির ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেভাবে দ্রুত পদোন্নতি পায়, ঠিক সেইভাবে নিম্ন কর্মচারীরিকেও দ্রুত পদোন্নতির ব্যবস্থা করতে হবে।

 

পুলিশের ২০ দিন ছুটি বৃদ্ধি করে ৬০ দিন করতে হবে। অফিসারের মতো কনস্টেবলদেরও সোর্স মানি দিতে হবে। পুলিশকে প্রত্যেক মাসে ১০ তারিখের মধ্যে টিএ-ডিএ বিল নিশ্চিত করতে হবে। পুলিশের ঝুঁকিভাতা বৃদ্ধি করতে হবে। প্রত্যেক পুলিশ সদস্যদের নিজ রেঞ্জে বদলি করতে হবে।

 

এমন আরো বেশ কিছু দাবি তুলে বক্তব্য দেন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন কনস্টেবল আরিফুল ইসলাম, নিরব আহমেদসহ অন্য সদস্যরা।

সূত্র: কালের কণ্ঠ


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal