বরিশাল নিউজ
প্রকাশ : ২৫ জুলাই ২০২৪, ০৮:৫৬ পিএম
বরিশালে কারফিউ শিথিলের সময় আরো বাড়ানো হয়েছে। জেলায় আজ বৃহস্পতিবার কারফিউ ছিলো সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত। তবে নগরীতে এই কারফিউ ছিলো সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এতে জীবনযাত্রা প্রায় স্বাভাবিক হয়ে এসেছে।
পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় মানুষজন বলছেন, পরিস্থিতি এমনই থাকুক, তারা কোনো অস্থির বা অস্থিতিশীল পরিবেশ চান না।
অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল করছে। তবে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ থাকায় বরিশাল থেকে ঢাকাগামী লঞ্চ ছাড়েনি।
বরিশাল নদী বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, নির্দেশনা অনুযায়ী সীমিত পরিসরে বুধবার,২৪ জুলাই বরিশালের অভ্যন্তরীণ রুটে ছোট লঞ্চ চলাচল করেছে। বৃহস্পতিবারও,২৫ জুলাই একইভাবে লঞ্চ চলাচল করছে। তবে সন্ধ্যা ৬টার কারফিউ কঠোর থাকায় ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল করেনি।
কারফিউ শুরুর পর গত শনিবার, ২০ জুলাই থেকে বরিশাল নদী বন্দর থেকে সব রুটে লঞ্চ চলাচল বন্ধ ছিল।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন