Advertise top
বাংলাদেশ

কোটা আন্দোলন; শিক্ষার্থীদের প্রস্তাবে আলোচনায় রাজী সরকার, দুই মন্ত্রীকে দায়িত্ব

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ১৮ জুলাই ২০২৪, ০৪:৫৯ পিএম     আপডেট : ১৮ জুলাই ২০২৪, ০৫:০৭ পিএম

শিক্ষার্থীরা চাইলে আজই আলোচনা, দুই মন্ত্রীকে দায়িত্ব
আইনমন্ত্রী আনিসুল হক ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। ফাইল ফটো।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে সরকার। শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে আইনমন্ত্রী আনিসুল হক ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে। শিক্ষার্থীরা যখনই সময় দেবে তখনই বৈঠক করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। আজকে চাইলে,আজকেই আলোচনা।

 

বৃহস্পতিবার, ১৮ জুলাই দুপুরে জাতীয় সংসদের টানেলে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন আইনমন্ত্রী। আইনমন্ত্রী আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা আন্দোলনকারীদের প্রস্তাবে রাজী হয়েছি।

 

আইনমন্ত্রী বলেছেন, আমরা কোটা সংস্কারের ব্যাপারে নীতিগতভাবে একমত। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরতদের উদ্দেশ্যে আইনমন্ত্রী বলেন, পিতৃতুল্য নাগরিক হিসেবে আমি তাদের আহ্বান ও অনুরোধ করছি আন্দোলন প্রত্যাহার বা স্থগিত করতে।

 

আইনমন্ত্রী বলেন, বাংলাদেশে আইনের শাসন আছে। আদালতে যখন কোন প্রশ্ন আসে তখন তা আদালতেই নিষ্পত্তি হয়। কোটা বিষয়ে যখন মামলাটির শুনানি শুরু হবে তখন সরকার পক্ষ কোটা বিষয়ে সংস্কারের প্রস্তাব দেবে। আদালতেই তা নিষ্পত্তি হবে। তিনি বলেন, ২০১৮ সালের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা বাতিল করে দিয়েছিলেন। কোটা বাতিলের ওই পরিপত্রের বিরুদ্ধে মুক্তিযোদ্ধার সন্তানরা হাইকোর্টের রিট পিটিশন দায়ের করে। এই মামলায় শিক্ষার্থীরা পক্ষভুক্ত হয়নি। এই রিটে রায়ের পর কোমলমতি শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করে। এটি আদালতে বিচারাধীন থাকায় আমরা তাদেরকে মামলায় পক্ষভুক্ত হবার আহ্বান জানাই। শিক্ষার্থীদের পক্ষ থেকে আদালতে পক্ষভুক্ত হয়ে আবেদন দায়ের করা হয়েছে।

 

আমরা শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ করতে অনুরোধ করেছি।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal