Advertise top
বাংলাদেশ

কে কি লিখল, সেটাতে ঘাবড়ানোর কিছু নেই: প্রধানমন্ত্রী

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ০৯:২৮ পিএম    

কে কি লিখল, সেটাতে ঘাবড়ানোর কিছু নেই: প্রধানমন্ত্রী
এপিএ সই এবং ‘শুদ্ধাচার পুরস্কার’ প্রদান অনুষ্ঠান

পত্র-পত্রিকায় লেখালেখি নিয়ে ঘাবড়ানোর কিছু নেই মন্তব্য করে সরকারি কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সত্যতা না পেলে সোজা ডাস্টবিনে ফেলে দিন।

 

প্রধানমন্ত্রীর কার্যালয়ে সোমবার,১৫ জুলাই বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ২০২৪-২৫ অর্থবছরের ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) সই’ এবং ‘শুদ্ধাচার পুরস্কার’ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

 

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আপনাদের কাছে আরেকটা অনুরোধ, পত্র-পত্রিকায় কী লিখল, সেটা দেখে নার্ভাস হওয়ারও কিছু নেই, ঘাবড়ানোও কিছু নেই। বরং দেখবেন এর কোনো সত্যতা আছে কি না? যদি না থাকে ওইটাকে (পত্রিকা) সোজা ডাস্টবিনে ফেলে দেবেন। ওইটা পড়ারও দরকার নেই। এটা হলো আপনাদের কাছে আমার পরামর্শ। ’

 

শেখ হাসিনা বলেন, আমি নিজেও অনেক পত্রিকা পড়ি না। কেন? দেশটা আমার। আমি দেশকে ভালোভাবে চিনি, জানি। সেই ছোটবেলা থেকেই রাজনীতির সঙ্গে জড়িত। জন্ম নিয়েছি জাতির পিতার ঘরে, এই দেশের কীভাবে ভালো হয়, মন্দ হয়, আমাদের জানার কথা বেশি, আমাদের থেকে আর কেউ বেশি জানতে পারে না।

 

টানা চারবারের সরকার প্রধান বলেন, আপনারাও দেশের পরিচালক। আমরা পাঁচ বছরের জন্য আসি। আপনারা স্থায়ী সময় নিয়ে আসেন। আমরা দেশের মাটি ও মানুষের কথা চিন্তা করে রাজনীতি করে এতদূর এসেছি।

 

তিনি বলেন, হঠাৎ করে অস্ত্র হাতে ক্ষমতা দখল করে, টেলিভিশনে ঘোষণা দিয়ে ক্ষমতায় আসিনি। তাই দেশের প্রতিটি ইঞ্চি মাটি-মানুষ আমার চেনা। দেশের উন্নয়ন করা আমাদের লক্ষ্য। সেটা বাস্তবায়ন করতে গিয়ে কে কি লিখল, সেটাতে ঘাবড়ে যাওয়া, সেটা নিয়ে বেশি দুশ্চিতা করা উচিত নয়।

 

শেখ হাসিনা বলেন, নিজের আত্মবিশ্বাস, নিজের বিবেক-বিবেচনা নিয়েই সিদ্ধান্ত নিয়ে কাজ করবেন। এ আত্মবিশ্বাস, আত্মমর্যাদাবোধ নিয়ে কাজ করলে সফলতা অর্জন করতে পারবেন।

 

বরিশালের মো. মাহবুব হোসেন  পেলেন শুদ্ধাচার পুরস্কার

 

২০২৩-২৪ অর্থবছরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব হোসেন জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হন।

 

সোমবার, ১৫ জুলাই প্রধানমন্ত্রীর নিকট থেকে পুরস্কার গ্রহণ করেন তিনি।

 

সচিব মো. মাহবুব হোসেন জাতীয় শুদ্ধাচার পুরষ্কার পাওয়ায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবর্ধনা সভায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী সচিবকে অভিনন্দন জানান এবং মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা- কর্মচারীদের ভবিষ্যতে আরো ভালো করে কাজ করার নির্দেশনা দেন।

 

গত ১১ ফেব্রুয়ারি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করেন মাহবুব হোসেন।  এর আগে দুর্নীতি দমন কমিশন এর সচিব ছিলেন তিনি।  মাহবুব হোসেন বরিশাল জেলার সদর উপজেলার পশ্চিম শোলনা গ্রামের বাসিন্দা। 

 

তাঁর বাবা প্রয়াত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো: মুজিবুল হক সরদার। মুক্তিযুদ্ধের সময় তিনি ইপিআর এর চাকুরী ছেড়ে মহান মুক্তিযুদ্ধে ঝালকাঠির বেস কমান্ডারের দায়িত্ব পালন করেন।

 

কর্মকালীন কর্মদক্ষতার স্বীকৃতিস্বরুপ ২০১৬ সনে সোশ্যাল মিডিয়া এ্যাওয়ার্ড ও  ২০১৭ সনে জনপ্রশাসন পদক লাভ করেন তিনি।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal