Advertise top
বরিশাল

বরিশালের মেঘনায় তলা ফেটে কার্গো ডুবি, ১০ ক্রু উদ্ধার

বরিশাল নিউজ

প্রকাশ : ০৩ জুলাই ২০২৪, ১১:১০ পিএম    

বরিশালের মেঘনায় তলা ফেটে কার্গো ডুবি, ১০ ক্রু উদ্ধার

বরিশালের মেঘনা নদীতে এমভি প্রিন্স অব বৈশাখালী নামে একটি জিপসামবাহী কার্গো তলা ফেটে ডুবে গেছে।  তবে কার্গোর মাস্টার, গ্রিজার, লস্করসহ ১০ ক্রুকে উদ্ধার করা হয়েছে।

 

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া লঞ্চঘাট সংলগ্ন এলাকায় আজ বুধবার ৩ জুলাই বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

কার্গোটির নাবিকের বরাত দিয়ে মেহেন্দিগঞ্জের কালিগঞ্জ নৌ-পুলিশের এসআই ওমর ফারুক এই দুর্ঘটনার খবর জানান।

 

তিনি বলেন, গত ২৮ জুন পায়রা বন্দর থেকে ৯০০ টন জিপসাম নিয়ে ‘এমভি প্রিন্স অব বৈশাখালী’ নারায়নগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়।  ২ জুলাই কার্গোটি মেঘনা নদীর মেহেন্দিগঞ্জ উপজেলার কালিগঞ্জ এলাকায় এসে নোঙর করে। 

 

তিনি আরো বলেন, বুধবার সকালে কার্গোটি নারায়নগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। পথে কিছু একটার সঙ্গে কার্গোটির সামনের অংশের তলদেশে ধাক্কা লাগে। এতে কার্গোর ভেতরে পানি ঢুকে ধীরে ধীরে ডুবতে থাকলে নাবিকরা দ্র্বত সেটিকে পার্শ্ববর্তী চরের উদ্দেশ্যে নেওয়ার চেষ্টা করেন। তবে তার আগেই কার্গোটি মেঘনায় ডুবে যায়। এদিকে কার্গোতে থাকা নাবিকরা ৯৯৯-এ ফোন করে সহায়তা চান। সেখান থেকে খবর পেয়ে কার্গোর নাবিকদের নিরাপদে উদ্ধার করা হয়।

 

কার্গোর উদ্ধার হওয়া ক্রুরা হলেন, চালক মো. রেজাউল করিম,  গ্রিজার মো. ফয়সাল, লস্কর রাজিব, রিফাত শেখ, রাহাত, ইয়াসিন হাওলাদার, সুকানী কবির, আলমগীর, এনায়েত হোসেন সরদার ও মাস্টার মো. নোমান।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal