বরিশাল নিউজ
প্রকাশ : ০৩ জুলাই ২০২৪, ১১:০৮ পিএম
বরিশালের উজিরপুর উপজেলা শোলক ও সানুহারে আজ বুধবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে আরিফ (৩০) বরিশালের বাবুগঞ্জ উপজেলার আগরপুর এলাকার সামছুল হকের ছেলে ও টোকোন (৩২) গৌরনদী উপজেলার টরকী এলাকার বাসিন্দা।
মৃতের স্বজনরা জানান, আরিফ উজিরপুরের শোলক ইউনিয়নের কচুয়া এলাকায় শ্বশুর আবুল বাসার সরদারের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সকালে বাড়ির উঠানে থাকা জিআই তারে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুতায়িত হন। পরে তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে উজরপুর উপজেলার সানুহার এলাকার বাসিন্দা হাসিনা বেগমের বাড়িতে গভীর নলকুপ বসানোর কাজ করছিল একদল শ্রমিক। এর মধ্যে টোকোনও ছিলেন। সকালে বাড়ির পাশের পুকুরের তীরে থাকা পানির পাম্পে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুতায়িত হন তিনি। তাকেও উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন