বরিশাল নিউজ, ভোলা
প্রকাশ : ০৩ জুলাই ২০২৪, ১০:৫৭ পিএম
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার বলেছেন, খালেদা জিয়া নির্বাচনে এলে সেই নির্বাচনে শেখ হাসিনা জিততে পারবেন না। এজন্যই মিথ্যা মামলা থেকে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হচ্ছে না।
ভোলা জেলা বিএনপি আয়োজিত খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বুধবার, ৩ জুলাই দুপুরে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে জেলা বিএনপির কার্যালয় চত্বরে অনুষ্ঠিত এ সমাবেশে জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল সহকারে এসে যোগ দেন।
এসময় জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব রাইসুল আলম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন