বরিশাল নিউজ, ভোলা
প্রকাশ : ০৩ জুলাই ২০২৪, ১০:৫৪ পিএম
ভোলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর পৌনে ২টার দিকে সদর উপজেলার ভেলুমিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
মৃতরা হলো, হালিমা বেগম (৭) ও হাবিবা বেগম (৫)। তারা ওই এলাকার সফিক মাতব্বরের মেয়ে।
তাদের চাচা মহিউদ্দিন মাতাব্বর জানান, বুধবার দুপুরে হালিমা মাদরাসা থেকে বাড়িতে এসে বসতঘরের সামনের পুকুরে গোসল করতে যায়। ওই সময় হাবিবাও বড় বোনের সঙ্গে গোসলে যায়।
কোনো একসময় তারা পুকুরের পানিতে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর মরদেহ পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন