বরিশাল নিউজ
প্রকাশ : ২৬ জুন ২০২৪, ০৬:৪৬ পিএম আপডেট : ৩০ জুন ২০২৪, ০৩:৪৬ পিএম
বরিশালের গৌরনদী পৌরসভা উপ-নির্বাচনে মোবাইল ফোন মার্কার মেয়র প্রার্থী জয়নাল আবেদীনের কাছ থেকে নগদ টাকা গ্রহন করায় প্রিজাইডিং ও দুইজন সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন: প্রিজাইডিং কর্মকর্তা মোঃ সাইদুর রহমান ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তা সঞ্জয় কুমার ভদ্র ও দেলোয়ার হোসেন।
আজ বুধবার,২৬ জুন ৬নং ওয়ার্ড সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে সকাল পৌনে দশটার দিকে নির্বাচনের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান তাদের আটক করেন। এসময় আটককৃতদের কাছ থেকে ২৩ হাজার টাকা উদ্ধার করা হয়।
গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, আটককৃতরা পুলিশ হেফাজতে রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন