বরিশাল নিউজ
প্রকাশ : ১৯ জুন ২০২৪, ০৯:৪২ পিএম আপডেট : ১৯ জুন ২০২৪, ১০:০৩ পিএম
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর খান আলো মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৭২ বছর।
বনানীর এক হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। এই অবস্থায় বুধবার,১৯ জুন সকালে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন আলমগীর খান আলো। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
আলমগীর খান আলোর মৃত্যুতে বিসিবি শোকবার্তা জানিয়েছে। আজ দুপুর তিনটায় বারিধারার ডিওএইচএস মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। তাকে দাফন করা হবে বরিশালে।
বছরেরও বেশি সময় ধরে তিনি অসুস্থ ছিলেন। চিকিৎসার জন্য আমেরিকাও গিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সুস্থ হয়ে উঠতে পারেননি।
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আলমগীর আলোর পদচারণা দীর্ঘদিনের। বরিশাল জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার দায়িত্ব পালনের পর দেশের দুই শীর্ষ ক্রীড়া ফেডারেশন ফুটবল ও ক্রিকেটে ছিল তার সম্পৃক্ততা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য হিসেবে কয়েক মেয়াদে ছিলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করছিলেন।
ছিলেন বরিশাল পৌরসভার কমিশনার। মূলত ফুটবলার হিসেবেই সবার কাছে পরিচিত ছিলেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন