Advertise top
ধর্ম

বরিশালে চলছে ঈদ-উল-আজহা উদ্‌যাপন

বরিশাল নিউজ

প্রকাশ : ১৭ জুন ২০২৪, ০৯:৩৪ এএম    

বরিশালে চলছে ঈদ-উল-আজহা উদ্‌যাপন
বরিশাল হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠে প্রধান জামাত অনুষ্ঠিত হয়

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে আজ সারা দেশের মতো বরিশালেও পবিত্র ঈদ-উল আজহা উদ্‌যাপন হচ্ছে।

 

বরিশালে সকাল আটটায় হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এ বিশাল জামাতে ঈমামতি করেন জামে কশাই মসজিদের ইমাম মাওলানা কাজী আবদুল মান্নান।

 

হেমায়েত উদ্দিন ঈদগাহের পাশাপাশি নগরীর জেলা পুলিশ লাইন্স জামে মসজিদ, চকবাজারের জামে এবাদুল্লাহ মসজিদ এবং গির্জা মহল্লার জামে কশাই মসজিদেও একাধিক জামাত অনুষ্ঠিত হয়।

 

হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠের জামাতে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত), বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী ও জেলা প্রশাসক শহিদুল ইসলাম নামাজ আদায় করেন। নামাজ শেষে তাঁরা উপস্থিত সকলকে ঈদ-উল আজহার শুভেচ্ছা জানান।

 

জামাতে জেলা ও মহানগর আওয়ামী লীগের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিাযোদ্ধা এবং অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

 

ঈদের জামাত শেষে  শুরু হয় পশু কুরবানি।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal