Advertise top
ধর্ম

বরিশালে ঈদের জামাত কখন কোথায়

বরিশাল নিউজ

প্রকাশ : ১৬ জুন ২০২৪, ১১:৩২ পিএম    

বরিশালে ঈদের জামাত কখন কোথায়
বরিশাল কেন্দ্রীয় ঈদগাহ

বরিশাল নগরীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়, নগরীর হেমায়েতউদ্দিন ঈদগাহে। পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি এবং মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত কেন্দ্রীয় ঈদগাহে নামাজ আদায় করবেন বলে জানা গেছে।

 

নগরীর দ্বিতীয় জামাত অনুষিঠত হবে সকাল সাড়ে ৭ টায়, নগরীর আমতলা মোড় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে।

 

এদিকে বরিশাল নগরীর জামে কসাই মসজিদে সকাল ৮টা ও ৯টায়, এবায়দুল্লাহ ও বায়তুল মোকাররম জামে মসজিদে সকাল সাড়ে ৮ ও সাড়ে ৯টায়,  পুলিশ লাইন জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ও সাড়ে ৮টায় দুটি  করে জামাত অনুষ্ঠিত হবে।

 

আঞ্জ ‍ুমান হেমায়েত ই ইসলাম মসজিদে সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হবে।

 

নগরীর আলেকান্দা নূরিয়া স্কুল মাঠে সকাল সাড়ে ৭টায় জামাতের আয়োজন করা হয়েছে।

 

নগরীর চৌমাথা মারকাজ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়।

 

বরিশাল মহানগর ইমাম সমিতি জানিয়েছে, সকাল ৭ টা থেকে ১০টার মধ্যে নগরীর পাঁচ শতাধিক মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

 

নগরীর বাইরে জেলার বৃহৎ জামাত হবে সকাল ৮টায় বরিশাল সদর উপজেলার চরমোনাই পিরের দরবারে। জেলার দ্বিতীয় বৃহৎ ঈদের জামাত হবে সকাল ৮টায় উজিরপুরের গুঠিয়ার বায়তুল আমান মসজিদ কমপ্লেক্সে।

 

জেলার বাইরে তৃতীয় সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হবে ঝালকাঠির এনএইচ কামিল মাদ্রাসা মাঠে সকাল ৮টায়।

 

এছাড়া পটুয়াখালীর মীর্জাগঞ্জ হযরত ইয়ার উদ্দিন খলিফা (রা.) মাজার শরীফে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal