বরিশাল নিউজ
প্রকাশ : ০৭ জুন ২০২৪, ০৮:৩১ পিএম
৪র্থ অর্থনৈতিক শুমারির জন্য আগামী ২২ জুন থেকে বরিশাল জেলায় শুরু হচ্ছে অর্থনৈতিক প্রতিষ্ঠানের তালিকাকরণ কার্যক্রম। চলবে ২৭ জুন পর্যন্ত।
আর্থ-সামাজিক ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ ও প্রকাশনার লক্ষ্যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এই শুমারি ও জরিপ পরিচালনা করবে।
৪র্থ অর্থনৈতিক শুমারি বাস্তবায়ন, ম্যাপিং ও লিস্টিং অপারেশন উপলক্ষে বৃহস্পতিবার, ৬ জুন বরিশাল জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা শুমারি কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই সভাপতিত্ব করেন। এসময় অর্থনৈতিক শুমারি, ম্যাপিং ও লিস্টিং বাস্তবায়ন বিষয়ক পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন উপরিচালক মোঃ আতিকুর রহমান।
বিভাগীয় পরিসংখ্যান দপ্তরের যুগ্ম পরিচালক ও বরিশাল জেলা কমিটির সদস্য সচিব মোঃ শহীদুল ইসলাম বলেছেন, ৪র্থ অর্থনৈতিক এই শুমারির জন্য গত ১৭ মে থেকে ১ জুন বরিশাল জেলায় অর্থনৈতিক শুমারির ম্যাপিং অপারেশন শেষ হয়েছে।
বরিশাল জেলায় ৩৮টি শুমারি জোনে শুমারি কার্যক্রম চলবে। জোনগুলো হচ্ছে: সদর উপজেলায় ৩টি, সিটিতে ৭টি, বাবুগঞ্জ ২টি, বানারীপাড়া ৩টি, গৌরনদী ৩টি, আগৈলঝাড়ায় ২টি, উজিরপুরে ৩টি, মুলাদীতে ৩টি, হিজলায় ২টি, মেহেন্দিগঞ্জ-৫ টি এবং বাকেরগঞ্জ উপজেলায় ৫টি। ঘরে ঘরে গিয়ে তালিকাকারীরা তথ্য সংগ্রহ করবেন বলে সভায় জানানো হয়।
তথ্য সংগ্রহের জন্য বরিশাল জেলায় এক হাজার ৩৭৮ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন