বরিশাল নিউজ
প্রকাশ : ০৩ জুন ২০২৪, ০৮:১৮ পিএম আপডেট : ০৩ জুন ২০২৪, ০৮:৪১ পিএম
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার পায়রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের দুই দিনপর স্কুলছাত্র ফাহিমের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাকেরগঞ্জ ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোহাম্মদ সাব্বির আহমেদ জানান,সোমবার,৩ জুন সকালে পায়রা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ এলাকায় পায়রা নদীতে শনিবার, ১ জুন দুপুর ১টার দিকে চার বন্ধু মিলে গোসল করতে নেমে নিখোঁজ হয় ফাহিম।
ফাহিম বরিশালের লেবুখালী শেখ হাসিনা সেনানিবাসের শেখ হাসিনা স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী। সে সেনানিবাসে কর্মরত সার্জেন্ট কেফায়েত হোসেনের ছেলে।
বাকেরগঞ্জ ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোহাম্মদ সাব্বির আহমেদ বলেন, নদীতে সাঁতার দেওয়ার সময় স্রোতের ভেসে যায় ফাহিম। ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনার পরপর ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে।
বাকেরগঞ্জ থানার ওসি আফজাল হোসেন বলেন, ফাহিমের সঙ্গে থাকা তিন বন্ধু তীরে উঠে যেতে সক্ষম হয়। কিন্তু ফাহিম ডুবে যায়। সোমবার সকালে ফাহিমের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
এ ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন