বরিশাল নিউজ
প্রকাশ : ০১ জুন ২০২৪, ১১:২১ পিএম আপডেট : ০১ জুন ২০২৪, ১১:৪৮ পিএম
বরিশাল সিটি কর্পোরেশন ও জেলায় ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী তিন লাখ ৬৬ হাজারের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। শনিবার, ১ জুন নগরীর আলেকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করবেন।
সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী মো. ইসরাইল হোসেনের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মারিয়া হাসান।
জেলার সিভিল সার্জন ডা.মারিয়া হাসান বলেন, এ ক্যাম্পেইনের আওতায় বরিশাল জেলার ১০ উপজেলায় ৮৭ ইউনিয়নের ২৫৮ ওয়ার্ডে দুই হাজার ৬০ টি অস্থায়ী টিকাদান কেন্দ্রে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এছাড়া প্রতি উপজেলায় একটি করে অতিরিক্ত টিকাদান কেন্দ্রসহ সর্বমোট দুই হাজার ৬৯ টি টিকাদান কেন্দ্রে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। কেন্দ্রগুলোকে চার হাজার ১৪০ জন স্বেচ্ছাসেবক কাজ করেছেন বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন