Advertise top
বরিশাল

রিক্সা ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

বরিশাল নিউজ

প্রকাশ : ০১ জুন ২০২৪, ১০:৫৯ পিএম    

রিক্সা ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

দুলাল মল্লিককে সভাপতি ও মনীষা চক্রবর্তীকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্যবিশিষ্ট বরিশাল রিক্সা -ভ্যান চালক-শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির আজ ১লা জুন বরিশাল অশ্বিনী কুমার হলে অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

 

ব্যাটারিচালিত যানবাহনের BRTA স্বীকৃত লাইসেন্স,ঘূর্ণিঝড় রিমেলে ক্ষতিগ্রস্থ মানুষদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দাবিতে অনুষ্ঠিত অভিষেক আয়োজনের সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড রাজেকুজ্জামান রতন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ইমাম হোসেন খোকন, রিক্সা, ব্যাটারী রিক্সা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য জনার্দন দত্ত নান্টু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা: মনীষা চক্রবর্তী।

 

সভায় সভাপতিত্ব করেন বরিশাল রিক্সা-ভ্যান চালক-শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল মল্লিক।

 

আলোচনা সভা শেষে একটি লাল পতাকা মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal