বরিশাল নিউজ
প্রকাশ : ০১ জুন ২০২৪, ১০:৪৯ পিএম

বরিশালে ‘বিশ্ব দুগ্ধ দিবস-২০২৪’ উপলক্ষ্যে জেলা পর্যায়ে বর্ণ্যাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নগরীর বিডিএস মিলনায়তনে শনিবার, ১লা জুন বরিশাল জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বরিশাল কার্যলয়ের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিপি) এর সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়।
বরিশাল জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে ও বরিশাল কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দোলা বিশ্বাসের সঞ্চলনায় বিশ্ব দুগ্ধ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর পরিচালক মোঃ লুৎফর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামারবাড়ি) বরিশাল উপপরিচালক মোঃ মুরাদুল হাসান, বরিশাল জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, এনজিও সেন্ট বাংলাদেশ এর নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবীর।
এসময় খামারীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বরিশাল ডেইরী ফার্ম সাংগঠনিক সম্পাদক মোঃ মোনাছের হাওলাদার।
এরআগে স্বাগত বক্তব্য ও দুধের গুনাবলী নিয়ে প্রামান্য চিত্র পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন বরিশাল জেলা প্রাণি সম্পদ অফিসার ড. মোঃ নূরুল আলম।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন