Advertise top
নির্বাচন

ভোলায় ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ

বরিশাল নিউজ, ভোলা

প্রকাশ : ২১ মে ২০২৪, ০৫:৪৬ পিএম    

ভোলায় ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ
ভোলায় উপজেলা নির্বাচন

দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে আজ মঙ্গলবার, ২১ মে ভোলা সদর উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হলেও বেলা ১১ টার দিকে শিবপুর ইউনিয়নের একই কম্পাউন্ড এর মধ্যকার রতনপুর মাধ্যমিক বিদ্যালয় ও রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে ৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ষ্ট্রাইকিং ফোর্স ও ম্যাজিষ্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো.মোতাহার হোসেন জানান, কেন্দ্র কম্পাউন্ডের মধ্যে কিছু হয়নি। ভোটগ্রহণ স্বাভাবিক রয়েছে।

 

তিনি জানান, দুপুর ১টা পর্যন্ত ৩১ ভাগ ভোট কাস্ট হয়েছে। ভোলা সদর উপজেলায় ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে ১১৪টি ভোটকেন্দ্র রয়েছে।

 

এদিকে নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো.ইউনুছ অভিযোগ করেন প্রতিপক্ষ আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোসারেফ হোসেনের লোকজন কয়েকটি কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দিয়েছে। কোথাও তার ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দিচ্ছে।

 

মোশারেফ হোসেনেএ অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেন।

 

রিটার্নিং অফিসার মো.জাহিদ হোসাইন জানান, সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট হচ্ছে। কোথাও অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal