Advertise top
বরিশাল

জেলে যাওয়ার ভয়ে ১৬ বছর পালিয়ে

বরিশাল নিউজ

প্রকাশ : ১৪ মে ২০২৪, ০৮:২৮ পিএম    

জেলে যাওযার ভয়ে ১৬ বছর পালিয়ে

বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামের পূর্ব বয়সা গ্রামের রনি হাওলাদারের বিরুদ্ধে ২০০৮ সালে ঢাকার ধানমন্ডি থানায় একটি মারামারি মামলা হয়। ওই মামলায় রনির বিরুদ্ধে ২০১২ সালে আড়াই বছরের সাজা ঘোষণা করেন আদালত।

 

মামলার পর থেকে ১৬ বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিলো রনি। অতপর, শনিবার রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকায় গৌরনদী মডেল থানার এএসআই আসাদুল ইসলাম ও আমিনুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

একইদিন গৌরনদীর সাহাজিরা গ্রামের শুশিল দেবনাথের ছেলে তপন দেবনাথকে সায়েদাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তপন দেবনাথ একটি মামলায় এক বছর সাজা খাটা ভয়ে আট বছর যাবত পালিয়ে বেড়াচ্ছিলো।

 

গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম জানান, রবিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal