বরিশাল নিউজ
প্রকাশ : ১৪ মে ২০২৪, ০৮:১৪ পিএম
বরিশালের হিজলা উপজেলার খুন্না গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জালসহ চারজনকে আটক করা হয়েছে। জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়েছে।এছাড়া আটককৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।
উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও হিজলা নৌ-পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ ৩০ হাজার টাকা মূল্যের নতুন ৬৩ হাজার মিটার ইলিশ কারেন্ট জাল জব্দ করে। এসময় একজনকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আট হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অপরদিকে মেঘনা নদীর চর মেমানিয়ায় অভিযান চালিয়ে একটি বেহুন্দী জাল ও দুই হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। পাশাপাশি তিনজনকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে তিন হাজার টাকা করে মোট নয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন