বরিশাল নিউজ
প্রকাশ : ১২ মে ২০২৪, ১০:২২ পিএম
বরিশালে ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং ভোটাররা নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পেরেছেন বলে মন্তব্য করেন বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম।
জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় আজ রবিবার, ১২ মে জেলা প্রশাসক এ কথা বলেন।
জেলা প্রশাসক আরও বলেন, আগামী ২১ মে হিজলা ও মুলাদী উপজেলায় দ্বিতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। যথাযথভাবে আচরণবিধি প্রতিপালনের জন্য দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। এর সাথে অন্যান্য আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীদেরও গুরুত্বের সাথে দায়িত্বপালন করতে নির্দেশ দেন জেলা প্রশাসক।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন