Advertise top
বরিশাল

শ্রমিকদের মধ্যে সংঘর্ষ: বরিশালের সাথে সড়ক যোগাযোগ বন্ধ

বরিশাল নিউজ

প্রকাশ : ০৫ মে ২০২৪, ০৬:৩২ পিএম    

বাসশ্রমিকদের মধ্যে সংঘর্ষ: বরিশালের সাথে সড়ক যোগাযোগ বন্ধ
নথুল্লাবাদ বাস টার্মিনালে শ্রমিকদের মধ্যে সংঘর্ষ

বরিশাল নথুল্লাবাদ বাসটার্মিনালে বাসশ্রমিকদের মধ্যে কয়েক দফা সংঘর্ষের রবিবার, ৫ মে সকাল থেকে বরিশালের সাথে সারাদেশের সব ধরণের বাস চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টার্মিনাল এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

 

এই ঘটনায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। অগ্রিম টিকিট কেটেও গন্তব্যে যেতে না পেরে বাড়ি ফিরতে হয়েছে তাদের।

 

 

ঘটনার সূত্রপাত শনিবার, ৪ মে দুপুরে। বিক্ষুব্ধ বাসশ্রমিকরা বলেন, ‘শনিবার বাসচালক ও হেলপারকে মারধরের ঘটনার জড়িতদের বিচার না হওয়া পর্যন্ত বাস চলবে না।’

 

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঞা সাংবাদিকদের বলেন, ‘দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সমঝোতার চেষ্টা চালাচ্ছি। পরিবেশ স্বাভাবিক রয়েছে।’

 

পুলিশ বলছে, নথুল্লাবাদ টার্মিনাল কেন্দ্রিক পরিবহণ সেক্টরের শ্রমিক নেতাদের মধ্যে দুটি গ্রুপ বিদ্যমান। তাদের মধ্যে থাকা বিরোধের সূত্র ধরেই এ ঘটনা ঘটেছে। ফলে টার্মিনালের ভেতরে ও বাইরে সংঘর্ষ-ভাঙচুর, হাতাহাতির ঘটনা ঘটিয়েছে শ্রমিকরা।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal