বরিশাল নিউজ, বরগুনা
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৪, ১১:০২ পিএম
বরগুনার পাথরঘাটায় ২৫ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে কোস্টগার্ড। পাথরঘাটার দক্ষিণ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শাকিব মেহবুব বলেন, ‘চারটি পা সহ ২৫ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে।’
শাকিব মেহবুব জানান, চরলাঠিমারা এলাকায় কয়েকজন পাচারকারী হরিণের মাংস পাচার করছেন। এমন সংবাদের ভিত্তিতে তারা মঙ্গলবার, ২৩ এপ্রিল রাতে ওই এলাকায় অবস্থান নেন। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণের মাংস ফেলে পাচারকারীরা পালিয়ে যান। পরবর্তীতে উদ্ধার করা হরিণের মাংস পাথরঘাটা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন