Advertise top
বরিশাল

 পটুয়াখালীতে নৌকা বাইচ

বরিশাল নিউজ, পটুয়াখালী

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৪, ০৮:৪০ পিএম    

 পটুয়াখালীতে নৌকা বাইচ
পটুয়াখালীর লাইকাঠি নদতে নৌকা বাইচ। ছবি: বরিশাল নিউজ

পটুয়াখালীতে বাংলা নববর্ষ উপলক্ষ্যে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। লাউকাঠি নদীতে শনিবার,২০ এপ্রিল বিকাল ৪টায় নৌকাবাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী অধ্যক্ষ মো. মহিব্বুর রহমান এমপি। নৌকাবাইচ দেখতে লাউকাঠি নদীর দুই পাড়ে হাজার হাজার উৎসুক মানুষ জড়ো হয়।

 

জেলা প্রশাশন এই নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করে। প্রথম স্থান অধিকার করেছে মাগুরার সোনার তরী, দ্বিতীয় হয়েছে একই এলাকার মায়ের দোয়া এবং তৃতীয় হয়েছে গোপালগঞ্জের শীতলা তরী। নৌকাবাইচে মোট চারটি দল অংশগ্রহণ করেছে।

 

পরে লাউকাঠি নদীর তীরে শহরের ডিসি লঞ্চঘাটে জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলমের সভাপতিত্বে নৌকাবাইচ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী অধ্যক্ষ মো.মহিব্বুর রহমান এমপি। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর প্রমুখ।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal