বরিশাল নিউজ
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৪, ০৪:০৮ পিএম আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ০৫:০৪ পিএম
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের মধ্য কাটাদিয়া গ্রামে নিজের ঘরের মেঝে খুঁড়ে গত ১৫ এপ্রিল এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করে পুলিশ। অভিযোগ পাওয়ার পর মাত্র সাত দিনের মধ্যে খুনের সাথে জড়িত দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বরিশাল জেলা পুলিশ সুপার আজ রবিবার সংবাদ সম্মেলন করে ঘটনাটি উদঘাটনের কথা জানান।
পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম তার অফিসে সংবাদ সম্মেলন করে বলেন, ইউনিয়নের মধ্য কাটাদিয়া গ্রামের মৃত জয়নাল গাজীর স্ত্রী রিজিয়া বেগম (৬০) একাই তার বসবাস করতেন। প্রায় সাত মাস আগে নিখোঁজ হন রিজিয়া বেগম। গত ১৩ এপ্রিল রিজিয়া বেগমের ছেলে রাসেল বাড়িতে এলে ঘরের ভেতরে মাটির স্তূপ দেখতে পান। বিষয়টি পুলিশকে অবহিত করলে তারা আদালতের নির্দেশে ঘরের ভেতর থেকে রিজিয়া বেগমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠান।
এ ঘটনায় বাদী হয়ে ওই দিন মামলা করেন নিহতের ভাই হাওলাদার মাসুদ। মামলার সূত্র ধরে তদন্তে নামে বরিশাল জেলা পুলিশ। প্রযুক্তির ব্যবহার করে এ ঘটনায় জড়িত দুজনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো: একই ইউনিয়নের মধ্য কাটাদিয়া গ্রামের মো. ফয়সাল (৩৫) ও লালচাঁন (৩২)।
পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বলেন, ফয়সাল ও লালচাঁন প্রতিনিয়ত ওই বৃদ্ধার ঘরে ও আশপাশে মাদক সেবন করত। সেই ঘটনায় বাধা দেওয়ায় ঘটনার দিন অর্থাৎ প্রায় সাত মাস আগে পরিকল্পিতভাবে ধর্ষণের পর গলায় কাপড় পেঁচিয়ে হত্যা করে ফয়সাল ও লালচাঁন। এর পর বৃদ্ধার ঘরেই মাটি খুঁড়ে তাকে চাপা দেয় তারা। ফয়সাল ও লালচাঁন দুজনেই মাদকসেবী বলে জানিয়েছে পুলিশ সুপার। গ্রেফতারকৃত দুজনকে রবিবার আদালতে সোপর্দ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন