Advertise top
অর্থনীতি

নিজস্ব খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিজেদেরই নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৪, ০৩:৩৭ পিএম     আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ০৪:১৫ পিএম

নিজস্ব খাদ্য ও পুষ্টি নিরাপত্তা  নিজেদেরই নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী
প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৪ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের পোল্ট্রি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে নিজেদেরই নিজস্ব খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন।

 

তিনি বলেন, “আমি চাই বেসরকারি খাত এগিয়ে আসুক। বেসরকারী খাতকেই উদ্যোক্তা হিসেবে দেখতে চাই। তাদের সবরকম সহযোগিতা করতে চাই। এর ফলে আমার দেশের মানুষের কর্মসংস্থান বাড়বে। আমরা তাই চাই।”

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ  বৃহস্পতিবার, ১৮ এপ্রিল সকালে শেরে বাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত দুই দিনব্যাপী ‘প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪’এর উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।

 

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো.আব্দুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব মো.সেলিম উদ্দিন।

 

অনুষ্ঠানে বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ইমরান হোসেন দেশের ডেইরি খাতের প্রতিনিধি হিসেবে এবং বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রি সেন্ট্রাল কাউন্সিলের (বিপিআইসিসি) যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান পোল্ট্রি খাতের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal