বরিশাল নিউজ
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪, ০৪:৩৭ পিএম আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ০৪:৩৯ পিএম
বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশার দুর্গাসাগর দীঘিতে পুণ্যস্নানে নেমে মনদীপ মন্ডল (১৮) নামে এক কলেজ ছাত্র ডুবে মারা গেছেন। মঙ্গলবার, ১৬ এপ্রিল দুপুরে উপজেলার মাধবপাশা দুর্গাসাগরে হাজারো পুণ্যার্থীর স্নানকালে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মাধবপাশা দুর্গাসাগরের হাজারো পুণ্যার্থীর স্নান চলাকালে মনদীপ মন্ডল নিখোঁজ হয়। আধা ঘণ্টা পর দেহ ভেসে উঠলে তাঁকে উদ্ধার করে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলাম জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই মনদীপের মৃত্যু হয়েছে।
মনদীপ বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন। তিনি বরিশাল নগরীর অক্সফোর্ড মিশন রোডের বাঁশতলা এলাকার ঘোষ বাড়ির বাসিন্দা সাগর মন্ডলের ছেলে।
নিহতের মা চম্পা মন্ডল জানান, অষ্টমী পুণ্য স্নানোৎসবে পরিবারের সদস্যদের সঙ্গে দুর্গাসাগর দিঘিতে গোসল করতে নামে মনদীপ।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন