বরিশাল নিউজ
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৪, ০৭:৫২ পিএম আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, ০৮:৫০ পিএম
ব্রজমোহন বিদ্যালয়ে (বিএম স্কুল)তিনদিন ব্যাপি উদীচী বৈশাখী মেলা শুরু হয়েছে আজ থেকে। বাংলা নববর্ষ উপলক্ষে ৪২ বছর ধরে এই মেলার আয়োজন করে আসছে উদীচী শিল্পী গোষ্ঠী।
দেশের বিভিন্ন জেলা থেকে মেলায় পণ্য নিয়ে এসেছেন ব্যবসায়ীরা। আছেন বরিশাল নগরীর হস্ত শিল্পের উদ্যোক্তারাও।
মেলায় ৬ ফুট বাই ৪ ফুটের মাপের একটি স্টলের জন্য এবার ভাড়া নেওয়া হচ্ছে ১৫শ’ টাকা করে। তবে মেলার প্রথম দিন সকালের দিকে দেখা গেছে অধিকাংশ স্টলই ফাঁকা। মেলা সাধারণত বিকেলে বেশি জমজমাট হয়। তাই অনেকে বিকেলের মধ্যে পৌঁছে যাবেন জানালেন অন্য দোকানীরা।
মেলার স্টল মালিকদের মধ্যে নারীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন