Advertise top
বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বর্ণিল বর্ষবরণ

বরিশাল নিউজ

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৪, ০৩:২১ পিএম     আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, ০৮:৫২ পিএম

বর্ষ বরণ: বরিশাল বিশ্ববিদ্যালয়ে বর্ণিল আয়োজন
বরিশাল বিশ্ববিদ্যালয়ে মঙ্গল শোভাযাত্রা। ছবি: বরিশাল নিউজ

বর্ণিল আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয় উদ্‌যাপন করেছে বাংলা নববর্ষ ১৪৩১। নতুন বছরকে স্বাগত জানাতে সকাল সাড়ে ১০টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা।

 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার নেতৃত্বে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা শুরু হয়।শোভাযাত্রাটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে  বিশ্ববিদ্যালয় সংলগ্ন বরিশাল-পটুয়াখালী মহাসড়ক হয়ে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

 

শোভাযাত্রা শেষে উপাচার্য সকলকে  শুভেচ্ছা জানিয়ে বলেন, পহেলা বৈশাখ বাঙালির একটি সর্বজনীন উৎসব। জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে এদিন পুরো বাঙালি জাতি মেতে ওঠে সম্প্রীতি, সৌহার্দ্য, আনন্দ ও ভালোবাসার মেলবন্ধনে। পহেলা বৈশাখ বাঙালিয়ানার প্রতিচ্ছবি। সকল প্রকার অসাম্প্রদায়িকতার চর্চা ও অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগায় পহেলা বৈশাখ । নতুন বছর সকলের জন্য মঙ্গল বয়ে আনুক এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal