Advertise top
বরিশাল

বাংলা বর্ষবরণে বরিশালে বর্ণাঢ্য আয়োজন

বরিশাল নিউজ

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৪, ১০:২২ পিএম     আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ১০:৪৫ পিএম

বাংলা বর্ষবরণে বরিশালে বর্ণাঢ্য আয়োজন

বাংলা বর্ষবরণে বরিশালে বর্ণাঢ্য আয়োজন করেছে বিভিন্ন সংগঠন। এরমধ্যে চারুকলার আয়োজনে রয়েছে মঙ্গল শোভাযাত্রা। আয়োজনের মধ্যে রয়েছে মঙ্গল শোভাযাত্রা, মেলা,শিশু সমাবেশ, চিত্রাংকন প্রতিযোগিতা। এসব অনুষ্ঠানের আয়োজনে রয়েছে বরিশাল চারুকলা, উদীচী ও বরিশাল নাটক, জেলা প্রশাসক,শিশু সংগঠন খেলাঘর।



 

বরিশাল চারুকলা বর্ষবরণের প্রস্তুতি নিয়েছে সিটি কলেজ প্রাঙ্গণে। মঙ্গল শোভাযাত্রায় আবহমান দেশজ সংস্কৃতি তুলে ধরতে ব্যস্ততার মধ্যে দিন-রাত পাড় করছেন চারুকলার শিল্পীরা। ১৪ দিন ধরে মঙ্গল শোভাযাত্রার উপকরন তৈরী করছে  বরিশাল চারুকলা। শোভাযাত্রার জন্য তৈরী হচ্ছে- শান্তির প্রতিক পায়রা, গতির প্রতিক ঘোড়া, দোয়েল,বাংলার গ্রামগঞ্জের ঐতিহ্যবাহি পালকি সহ নানা উপকরণ।চারুকলার এটা ৩৩তম মঙ্গল শোভাযাত্রা।  ব্রজমোহন বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হবে এই বর্ণাঢ্য শোভাযাত্রা।  

 



ব্রজমোহন বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ৮টায় উদীচীর প্রভাতী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে বর্ষবরণ। সেখানে জাতীয় সংগীত পরিবেশন, মুক্তিযোদ্ধা ও গুণিজন সম্মাননা, রাখি বন্ধন, মাধ্যমে মঙ্গলশোভা যাত্রার ১৪৩১ শুভ সূচনা করা হবে।

এছাড়াও  উদীচী এবার আয়োজন করছে ৪২তম বৈশাখী মেলা। স্কুল মাঠে ১ ও ২ বৈশাখ (রবিবার ও মঙ্গলবার) মেলা চলবে।

 

এদিকে নববর্ষকে বরণ করতে বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে বরিশাল সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে বের হবে মঙ্গল শোভাযাত্রা।এছাড়া প্রতিবছরের মতো নতুন বছরকে বরণ করতে কেন্দ্রীয় শহিদ মিনারে বৈশাখী উৎসবের আয়োজন করেছে শব্দাবলী গ্র্বপ থিয়েটার। অপরদিকে সকাল ৭টায় অশ্বিনী কুমার হল চত্বরে শিশু সংগঠন খেলাঘর শিশু সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal