বরিশাল নিউজ
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৪, ০৮:৩৩ পিএম আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ০৮:৩৫ পিএম
সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখা গেছে। ইসলামে চাঁদ দেখার পরপরই দিবসের শুরু হয়। তাই ঈদুল ফিতরের উৎসবও শুরু হয়ে গেছে। নগরীর বিশেষ বিশেষ ভবন আলোকসজ্জিত করা হয়েছে।
চারিদিক থেকে ভেসে আসছে আতসবাজি, পটকার উৎসব বার্তা। ঈদের শুভেচ্ছা জানিয়ে বার্তা আসছে নানানভাবে।
সাজানো হচ্ছে বাসা-বাড়ী। ঘরে ঘরে চলছে রান্নার আয়োজন। বিশেষ করে সকালে ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে মিষ্টিমুখ করার রেওয়াজ রয়েছে। তাই জর্দা-ফিরনি রান্না হচ্ছে সবার আগে।
এই পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপনের লক্ষ্যে নিরাপত্তার দিকেও নজর রেখেছে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদ উদযাপন করতে অব্যাহত রয়েছে কর্মযজ্ঞ।
অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন না করা, ফিটনেসবিহীন যান চলাচল বন্ধ রাখা, বেপরোয়া গতিতে যানবাহন না চালানো এবং ক্ষেত্রবিশেষে মহাসড়কে মালবাহী ট্রাক ও বিভিন্ন ধীরগতির যান এবং নৌপথে বালুবাহী বাল্কহেড, স্পিডবোট ইত্যাদির চলাচলে সাময়িক নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। পাশাপাশি সকল যানবাহনে পর্যাপ্ত অগ্নিনিরাপত্তা নিশ্চিতকরণ এবং আবহাওয়ার যথাযথ পূর্বাভাস জেনে যানবাহন চালানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন