বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪, ০৮:৫১ পিএম আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ১১:৫৮ এএম
ঈদুল ফিতর কবে, ১০ নাকি ১১ এপ্রিল? তার হিসেব মিলাতে ব্যস্ত সবাই। বিশেষ করে মিডিয়া দুনিয়া ঘেটে সেই খবর হাজির করছে পাঠকের সামনে।
মিডিয়া জানাচ্ছে, আন্তর্জাতিক জ্যোতির্বিদদের গণনা অনুযায়ী, এ বছর রোজা হতে পারে ৩০টি। ফলে সৌদি আরবসহ পার্শ্ববর্তী দেশগুলোতে বুধবার,১০ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী বাংলাদেশে বৃহস্পতিবার ১১ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। খবর আল-জাজিরার
যদিও ঈদ নির্ভর করছে চাঁদ দেখার ওপর। চন্দ্রবর্ষ হিসেবে প্রতিটি মাসই ২৯ অথবা ৩০ দিনে হয়ে থাকে। সেক্ষেত্রে এ বছর রোজা কতটি হবে তা নির্ভর করছে চাঁদ দেখার ওপর। সোমবার, ৮ এপ্রিল মধ্যপ্রাচ্যে ২৯তম রোজা। এদিন বাসিন্দাদের শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য আহ্বান জানিয়েছে সৌদির সুপ্রিমকোর্ট। যদি ৮ এপ্রিল চাঁদ দেখা যায় তাহলে ৯ এপ্রিল সৌদি আরবে ঈদুল ফিতর পালিত হবে। আর চাঁদ না দেখা গেলে রোজা হবে ৩০টি, ঈদ হবে বুধবার।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন