বরিশাল নিউজ
প্রকাশ : ২৫ মার্চ ২০২৪, ১০:৩৯ পিএম
গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বরিশাল রিপোর্টার্স ইউনিটির আয়োজনে বীর মুক্তিযোদ্ধা এবং শহিদ পরিবারকে সম্মাননা প্রদান করা হয়েছে।
এছাড়াও সোমবার, ২৫ মার্চ বেলা সাড়ে বারোটার দিকে ইউনিটির মিলনায়তনে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস। সাবেক সভাপতি সুশান্ত ঘোষের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মিথুন সাহা। বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও সম্মাননা প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা অজয় দাশগুপ্ত, বীর মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার ঘোষ পুতুল।
সবশেষে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক অজয় দাশগুপ্ত ও মুক্তিযুদ্ধের অন্যতম
সংগঠক শহিদ কুমুদ বন্ধু রায় চৌধুরি নাটু বাবুর সহধর্মিনী ছায়া রায় চৌধুরীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়েছে।
পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন