Advertise top
বরিশাল

বাজারে অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা আদায়

বরিশাল নিউজ

প্রকাশ : ২১ মার্চ ২০২৪, ১০:৫৮ পিএম    

বাজারে অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা আদায়

বরিশালে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট কয়েকটি বাজারে বাজারে অভিযান চালিয়ে ৫টি মামলায় ১০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে।

 

আজ  বৃহস্পতিবার, ২১ মার্চ বাজার মনিটরিং এর অংশ হিসেবে বরিশাল নগরীর কয়েকটি বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল ফাহিজা বীসরাত হোসেন ও মুহাম্মদ মারজানুর রহমান।

 

 

এসময় লঞ্চঘাট ও সোনামিয়ার পোল বাজার রায়পাশা কড়াপুর এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে কৃষিপণ্য বিপণন আইনে নির্ধারিত মূল্যে পণ্যসামগ্রী বিক্রয়ের বিষয়ে বিক্রেতাদের সতর্ক করা হয়। এছাড়াও, মূল্য তালিকা প্রদর্শন না করা, ভাউচার সংরক্ষণ না করা এবং নির্ধারিত মূল্যের অধিক মূলে বিভিন্ন পণ্য বিক্রয়ের অপরাধে ৫টি মামলায় ৫ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

এসময় আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও র‌্যাব-৮ এর ৩ টি টিম।


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal