বরিশাল নিউজ
প্রকাশ : ২১ মার্চ ২০২৪, ১০:৪৯ পিএম
স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য জাতির শ্রেষ্ঠসন্তানদের বাড়ি বাড়ি গিয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৪ এর শুভেচ্ছা জানালেন জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম।
এ সময় তিনি মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা, মিষ্টি ও পোশাক নিজ হাতে প্রদান করেন এবং তাদের খোঁজখবর নেন।
এবার যে ১০ জন বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানানো হলো তাদের মধ্যে ৫ জন বরিশাল মহানগরীর এবং ৫ জন বরিশাল সদর উপজেলার বাসিন্দা তাঁরা হলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ মোসলেম আলী খান, বীর মুক্তিযোদ্ধা মরহুম আঃ ছত্তার সন্যামত, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলতাফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবদুল কাদের, বীর মুক্তিযোদ্ধা মরহুম মোঃ আনোয়ার হক। সদর উপজেলা বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জেল হোসেন মল্লিক, বীর মুক্তিযোদ্ধা মোঃ জাহিদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা সুলতান আহম্মেদ শরীফ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান গাজী ও বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন আর রশিদ।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন