Advertise top
বরিশাল

হিজলায় আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা, পাল্টাপাল্টি অভিযোগ

বরিশাল নিউজ

প্রকাশ : ১৬ মার্চ ২০২৪, ০৮:৩৬ পিএম     আপডেট : ১৬ মার্চ ২০২৪, ১০:৩১ পিএম

হিজলায় আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা, পাল্টাপাল্টি অভিযোগ
হিজলার ধুলখোলা ইউনিয়নের একটি সয়াবিন খেত থেকে জামাল মাঝির লাশ উদ্ধার করে পুলিশ।ছবি: বরিশাল নিউজ
বরিশালের হিজলা উপজেলায় জামাল মাঝি (৫২) নামের আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার ধুলখোলা ইউনিয়নের মেঘনাতীরবর্তী একটি সয়াবিন খেত থেকে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত জামাল মাঝি ধুলখোলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং ওই ইউনিয়নের পালপাড়া গ্রামের আবদুল কাদের মাঝির ছেলে। তিনি মেঘনা ঘাটে মাছের ব্যবসা করতেন। জামাল মাঝিকে নিজের অনুসারী দাবি করে সংসদ সদস্য পংকজ নাথ অভিযোগ করেন, ধুলখোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জামাল ঢালী সমর্থকদের নিয়ে তাঁকে হত্যা করেছেন। তবে সংসদ সদস্য শাম্মী আহমেদের অনুসারী জামাল ঢালী ওই অভিযোগ অস্বীকার করেছেন। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইর আহমেদ বলেন, আজ দুপুর সাড়ে ১২টার দিকে মেঘনার তীরবর্তী একটি সয়াবিনখেত থেকে জামাল মাঝি নামের ওই ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। পরে সুরতহাল প্রতিবেদন তৈরির করে ময়নাতদন্তের জন্য লাশ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, নিহত জামালের গলাসহ বুকে একাধিক কোপের চিহ্ন আছে। তবে লাশ উদ্ধার হওয়া জায়গায় রক্তের কোনো চিহ্ন দেখা যায়নি। পুলিশের ধারণা, পরিকল্পিতভাবে অন্য কোথাও তাঁকে হত্যার পর লাশ ওই সয়াবিনখেতে ফেলে রাখা হয়েছে।

মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal