বরিশাল নিউজ
প্রকাশ : ১৬ মার্চ ২০২৪, ০৩:৫৩ পিএম আপডেট : ১৬ মার্চ ২০২৪, ১০:৪৬ পিএম
বরিশালের আগৈলঝাড়ায় অগ্নিকাণ্ডে একজন দিন মজুরের বসত ঘর পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। বর্তমানে ওই দিনমজুর পরিবার পরিজন নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে। উপজেলার বাকাল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার হেমায়েত সিকদার জানান, পয়সা গ্রামের বাসিন্দা দিনমজুর আবু বকর বয়াতির বসতঘরে শুক্রবার বিকেলে আগুন লাগে।
আগুন দেখে আপাশের লোক আসার আগেই সম্পূর্ণ ঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার সময়ে ঘরে আবু বকরের শিশুপুত্র ঘরে মধ্যে থাকলেও আগুন দেখে সে ঘর থেকে বের হয়ে প্রাণে রক্ষা পায়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটেছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মোশারফ হোসেন শনিবার, ১৬ মার্চ দুপুরে তার অফিস স্টাফদের ঘটনাস্থলে পাঠিয়ে প্রাথমিক পর্যায়ের সহযোগী করেছেন। পর্যায়ক্রমে তার বসত ঘর নির্মাণেও সহায়তা করা হবে বলে জানিয়েছেন পিআইও মো. মোশারফ হোসেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন