Advertise top
বরিশাল

বরিশাল প্রেসক্লাবের প্রয়াত সভাপতি কাজী বাবুল শোকসভা অনুষ্ঠিত

বরিশাল নিউজ

প্রকাশ : ০৬ মার্চ ২০২৪, ০৪:২৩ পিএম    

বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী বাবুল স্মরণে আলোচনা সভা
বরিশাল প্রেসক্লাবের প্রয়াত সভাপতি কাজী বাবুল স্মরণে আলোচনা সভা। ছবি: বরিশাল নিউজ

বরিশাল প্রেসক্লাবের সভাপতি ও আঞ্চলিক দৈনিক আজকের বার্তার সম্পাদক সদ্য প্রয়াত কাজী নাসির উদ্দিন বাবুল শোকসভা অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের হলরুমে বুধবার, ৬ মার্চ এই শোকসভা অনুষ্ঠিত হয়। তাঁর মৃত্যুতে প্রেসক্লাব তিন দিনের শোক কর্মসূচি গ্রহণ করে। 

 

কাজী নাসির উদ্দিন বাবুল গত শনিবার, ২ মার্চ ইন্তেকাল করেছেন।

 

ক্লাবের সহসভাপতি কাজী আল মামুনের সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক মুরাদ আহমেদের সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসেন, সহসভাপতি পুলক চ্যাটার্জী, সিনিয়র সদস্য নুরুল আলম ফরিদ, অরূপ তালুকদার, নজরুল ইসলাম চুন্নু, তপঙ্কর চক্রবর্তী, এম. আমজাদ হোসেন, হুমাউন কবীর, গোপাল সরকার, জাকির হোসেন, মাহমুদ চৌধুরী, আব্দুর রাজ্জাক ভূইয়া, শামীম আহমেদ, এম. জহির, এম. মোফাজ্জেল, মর্তুজা জুয়েল, জিয়া বাবু, খান রফিক, সুমন চৌধুরী, খান রুবেল, গোবিন্দ্র সাহা ও এম. সুহাদ প্রমুখ।

 

বক্তারা কাজী বাবুলের দীর্ঘ কর্মময় জীবনের উপর আলোকপাত করেন। স্মরণসভার শেষ পর্যায়ে কাজী বাবুলের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal