বরিশাল নিউজ
প্রকাশ : ০৬ মার্চ ২০২৪, ০৪:১২ পিএম
বরিশালে মুক্তিযুদ্ধভিত্তিক শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বুধবার, ৬ মার্চ চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বিএমপি কমিশনার জিহাদুল কবির। প্রদর্শনীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
পরে তাদের নিয়ে মুক্তিযুদ্ধভিত্তিক শিশুতোষ চলচ্চিত্র ‘সবার বন্ধু রাশেদ’ উপভোগ করেন পুলিশ কমিশনারসহ অতিথিরা।
এ সময় জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, মুক্তিযোদ্ধা প্রদ্বীপ কুমার ঘোষ পুতুল, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি শুভংকর চক্রবর্তী, রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, নাট্যজন সৈয়দ দুলাল, কাজল ঘোষসহ মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক সংগঠকরা উপস্থিত ছিলেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও রিপোর্টার্স ইউনিটি যৌথভাবে এই চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে।
অনুষ্ঠানে পুলিশ কমিশনার জিহাদুল কবির বলেন, পঞ্চম শ্রেণির একজন ছাত্র কিভাবে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়ে তা এই চলচ্চিত্রে তুলে ধরা হয়েছে। চলচ্চিত্রটি দেখে মনে হয়েছে প্রতিটি শিশুর এই চলচ্চিত্র দেখা উচিত। প্রতিটি শিশু কাঁদামাটির মতো। তাদের যেভাবে আমরা পথ দেখাবো, সঠিক ইসিতহাস জানাবো, তারা সেভাবেই মুক্তিযুদ্ধের চেতনায় বেড়ে উঠবে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন