Advertise top
বরিশাল

নৌ শ্রমিকদের কর্ম বিরতি রাত ১২ টা থেকে, বরিশালে বিক্ষোভ মিছিল

বরিশাল নিউজ

প্রকাশ : ০৪ মার্চ ২০২৪, ০৮:৩৯ পিএম     আপডেট : ০৪ মার্চ ২০২৪, ০৮:৪৪ পিএম

নৌ শ্রমিকদের কর্ম বিরতি রাত ১২ টা থেকে, বরিশালে বিক্ষোভ মিছিল
১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে নৌ শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ। ছবি: বরিশাল নিউজ

নাবিক কল্যাণ তহবিল ও ট্রাস্টি বোর্ডের মাধ্যমে নৌযান শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড গঠন করাসহ ১১ দফা দাবিতে সোমবার, ৪ মার্চ রাত ১২ টা থেকে সারাদেশে নৌযান ধর্মঘট শুরু হচ্ছে।

 

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন সারা দেশে নৌযান শ্রমিকদের কর্মবিরতির ডাক দিয়েছে।

 

এই দাবি বাস্তবায়ন ও শ্রমিকদের কর্মবিরতি সফল করতে আজ সোমবার, ৪ মার্চ বেলা ১১ টায় বরিশাল নৌবন্দর সহ নগরীর বিভিন্নস্থান প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেছে নৌ শ্রমিকরা।

 

বিক্ষোভ মিছিল শেষে শ্রমিকরা জানান, নিয়োগপত্র- পরিচয়পত্র- সার্ভিস বুক প্রদানের গৃহীত সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়ন এবং কর্মস্থলে দুর্ঘটনায় মৃত্যুজনিত ক্ষতিপূরণ ১০ লাখ টাকা নির্ধারণ করাসহ তাদের দেওয়া ১১ দফা দাবি বাস্তবায়ন না হলে লাগাতার কর্মবিরতি পালন করবে শ্রমিকরা। তবে সরকার যদি বিষয়টি সমাধানের উদ্যোগ নেন তবে তারা কর্মবিরতি থেকে সরে আসবেন।

 

উল্লেখ্য, বরিশাল নৌ বন্দর থেকে বরিশাল-ঢাকা রুটে ও বরিশাল থেকে অভ্যন্তরীণ ২০ টিরও বেশি রুটে লঞ্চ চলাচল করে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal