প্রকাশ : ০৩ মার্চ ২০২৪, ০৭:১৭ পিএম আপডেট : ০৪ মার্চ ২০২৪, ০৭:৩১ পিএম
বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। এ সময় আশা ডায়াগনস্টিক সেন্টার ও এস আলম ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়।
রবিবার, ৩ মার্চ দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার তৌকির আহমেদ ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম জানান, অনুমোদনবিহীন সেবাপ্রদান, অযোগ্য ব্যক্তি কর্তৃক ল্যাব ও টেস্ট পরিচালনা, অনুপোযুক্ত পরিবেশ এবং সেবামূল্যসংক্রান্ত রসিদ সংরক্ষণ না করাসহ বিভিন্ন অনিয়মের কারণে ওই দুটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন