বরিশাল নিউজ
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৫১ পিএম আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৫১ পিএম
`স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান' স্লোগান নিয়ে বরিশালে জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল সার্কিট হাউজ সম্মেলন কক্ষে মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি এর আয়োজন করে জেলা প্রশাসক ও বিভাগীয় পরিসংখ্যান অফিস। এরআগে সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়।
বরিশাল জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. শওকত আলী। বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান মো. সাইফ উদ্দীন রাশেদ। জেলা পরিসংখ্যান অফিসের যুগ্ম উপপরিচালক মো. শহীদুল ইসলাম সহ পরিসংখ্যান অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শুরুতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে প্রধান অতিথি পরিসংখ্যান দিবসের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে আলোচনা করেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন